চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনসেবা

প্রায় ৫০০ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিং।

সিএমপি ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ এপ্রিল ১৩, ০৩:৫৫ অপরাহ্ন
অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।

চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে প্রায় ৫০০ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সার্বিক সহযোগিতায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চাল, ছোলা, চিনি, সয়াবিন তেল, চিড়া, পেয়াঁজ ও আলু বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে নগরীর আগ্রাবাদস্থ এক্সেস রোডের আবদুল্লাহ করভেনশন হলে উপহার সামগ্রী বিতরণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম। আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও কমিউনিটি পুলিশিং মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন। প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, দুঃসময়ে সমাজের অসহায়, অবহেলিত ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনো সকলের মানবিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা প্রয়োজনীয় উপহার সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে রয়েছে। সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে বলে তিনি মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শামসুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী, ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন, ভেগাস ফার্নিচারের স্বত্ত্বাধিকারী সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাশেম ভূইঁয়া, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

 - তথ্য ও ছবি সিএমপি

- মা.ফা/জা.হো.ম

 

 

 

 

 

 

 

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video