চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার
ট্রাস্টের অর্থায়নে ফটিকছড়ি উপজেলায় হযরত গাউসুল আজম শাহ সুফী সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী
আল মাইজভান্ডারী (ক.) এর মাতার নামে সৈয়দা মোশাররফজান বেগম (র.) ডায়াবেটিস ও দাতব্য
চিকিৎসালয়ের যাত্রা শুরু হলো।
গত ১৩ অক্টোবর
সকালে ফটিকছড়ি উপজেলার রোশাংগিরি ইউনিয়নের আজিমনগরে উদ্বোধন করা হয় সৈয়দা মোশাররফজান
বেগম (র.) ডায়াবেটিস ও দাতব্য চিকিৎসালয়ের। দক্ষ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে চিকিৎসালয়ের
আধুনিকমানের সমৃদ্ধ ও সম্প্রসারিত প্যাথলজি সেন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর
২টা পর্যন্ত স্বল্পখরচে সবধরণের পরীক্ষা-নিরীক্ষাসহ অভিজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত চিকিৎসা
সেবা প্রদান করবেন। অসহায় দুস্থ-গরিব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এ প্রতিষ্ঠানে
রয়েছে বিশেষ ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে গাউসুল আজম ফটিকছড়ি উপজেলার এমপি সৈয়দ নজিবুল
বশর মাইজভান্ডারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ডের এমপি দিদারুল আলম। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, মোস্তফা
হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ
ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম ও আল আমিন হাসপাতালের পরিচালক
ডা. মো. মেজবাহ উদ্দিন তুহিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ
বলেন, আর্তমানবতার সেবায় আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে
আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক ও ধর্মীয়
বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর
চিকিৎসাসেবায় এগিয়ে আসায় বক্তারা এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাবেক মেয়র
মনজুর আলমকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের প্রতিনিধি, স্থানীয় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ।
- মা.সো
মন্তব্য করুন