চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনসেবা

কনকনে শীতে অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের উদ্যোগে হরিজন সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

চট্টগ্রামে হরিজন সম্প্রদায়ের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ জানুয়ারী ১৬, ০১:৫৬ অপরাহ্ন
চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের উদ্যোগে হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

প্রচন্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। এই কনকনে শীতে অসহায় মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের উদ্যোগে হরিজন সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় একথা বলেন। এসময় অসহায় মানুষের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

১৫ জানুয়ারি রবিবার বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ বান্ডেল রোডের হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ও পুলিশের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাগণ।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video