চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনসেবা

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ফান্ডে প্রথম ধাপে ৩০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতালকে ১ কোটি টাকার অনুদান ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ১৭, ০১:৪৭ অপরাহ্ন
চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ফান্ডে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর।

চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার অসহায় মানুষদের কিডনী ডায়ালাইসিস ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতালের নবনির্মিত ভবনের একটি ফ্লোর ও চিকিৎসার সরঞ্জামসহ সমস্ত যন্ত্রপাতি ক্রয়ের জন্য এক কোটি টাকার অনুদান ঘোষণা করেছে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট।

 

১৫ আগস্ট সোমবার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে মাইজভান্ডার শরিফ গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর নির্দেশে এই অনুদান ঘোষণা করা হয়।

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতালের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ফান্ডে প্রথম ধাপে ৩০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহ-সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, প্রকৌশলী আলী আহমেদ, প্রকৌশলী মতিউর রহমান, জেসমিন সুলতানা পারু, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২র ডিজি রুহেলা চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম আবুল কাসেম, এস.জেড.এইচ.এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই.এম জাফর, প্রকৌশলী কামালুর রহমান, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video