আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের
ব্যবস্থাপনায় দীর্ঘ দুই দশকেরও অধিক সময়কাল ধরে চলে আসা ফ্রি চিকিৎসা সেবা
কার্যক্রম আরো গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে নতুন আঙ্গিকে সাজানে হয়েছে আধুনিক
চিকিৎসালয় মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টার।
২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নগরীর মুনছুরাবাদস্থ স্টার বিল্ডিং-এ নতুন আঙ্গিকে শুরু হওয়া আধুনিক চিকিৎসালয় মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম বলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। মসজিদ, মাদ্রাসা, মন্দির, চিকিৎসালয়, স্কুল, কলেজসহ বতর্মানে এই ফাউন্ডেশন ৮৮টি সেবামূলক ও কল্যানধর্মী প্রতিষ্ঠান পরিচালনা করছে। এরি ধারাবাহিকতায় গত বিশ বছর ধরে চলছে এই দাতব্য চিকিৎসালয়।
আল আমিন হাসপাতালের পরিচালক ডা. মো. মেছবাহ উদ্দিন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪ নং উত্তর অগ্রাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া, মোস্তফা-হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টারের তত্বাবধায়ক ডা. মো. আব্দুল মাবুদ, কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সমাজ সেবক শওকত আলী, আব্দুর রাজ্জাক দুলালসহ আরো অনেকে ।
বর্তমানে ডায়াবেটিক কেয়ার সেন্টারে সমৃদ্ধ ও সম্প্রসারণ করা হয় প্যাথলজি সেন্টার। যোগ করা হয়েছে আরো নানান রোগের পরীক্ষা নিরীক্ষা। নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ান। এছাড়াও প্রতি মাসে কাট্টলীতে অসহায় অসুস্থ বয়স্ক মানুষকে দেওয়া হয় চিকিৎসা ভাতা। করোনাকালীন করোনা রোগীদের দেওয়া হয়ছে ফ্রি অক্সিজেন সেবা। চালু করা হয়েছিল আধুনিক করোনা আইসোলেশন সেন্টারও।
- মা.সো
মন্তব্য করুন