চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনসেবা

মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো নগরীর বিভিন্ন এলাকার স্বল্প আয়ের সনাতন ধর্মাবলম্বীদের মুখে হাসি ফুটিয়ে তুলতে

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে নতুন বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২৮, ০৫:৪৫ অপরাহ্ন
আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম।

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘ বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবছরও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় সনাতন ধর্মের মানুষের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে এবং আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল ২৭ সেপ্টেম্বর সকালে নগরীর ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকা, ২৬ নং উত্তর হালিশহর ও ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, ১৪, ১৫ ও ২১ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আনজুমান আরা, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন ও ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী।

লালখান বাজার সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, স্বপন চৌধুরী, বড় বাবু, সাধন সিংহ, স্বপন কুমার দেবনাথ, ঝুন্টু নাথ, ডা. সুমন তালুকদার, নান্টু চৌধুরী, বাবলু দাস, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলমসহ পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video