চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনসেবা

আব্বাস পাড়া জামে মসজিদের বর্ধিত অংশের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ১৩, ০২:১৫ অপরাহ্ন
আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আব্বাস পাড়া সমাজ ও জামে মসজিদ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

সকল নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহর আব্বাস পাড়া জামে মসজিদের বর্ধিত অংশের শুভ উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের নিজস্ব অর্থায়নে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চলতি বছরের শুরুতে মসজিদের বর্ধিত অংশের ফাউন্ডেশনসহ নিচতলার নির্মাণ কাজ শুরু হয়েছিল।

 

এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর সোমবার বাদ-আছর আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন, উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন।

 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, আব্বাস পাড়া জামে মসজিদের বর্ধিতাংশ নির্মাণের উদ্যোগ গ্রহণকারী এম মনজুর আলম একজন ধর্মপ্রাণ ও মানবিক মানুষ। মানব সেবার এই মহৎ গুণটিকে দীর্ঘ তিন দশক ধরে ব্রত হিসেবে নিয়েছেন চট্টলার এই সাবেক মেয়র। তিনি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদ-মাদ্রাসা, হেফজখানা, দাতব্য চিকিৎসালয় নির্মাণ ও পরিচালনাসহ গরিব অসহায়দের সাহায্য সহযোগিতায় যেভাবে কাজ করছেন এতে তিনি মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক মো. জহুরুল হক, সদস্য- সুলতান আলম, মো. মহসিন, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল, মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক মো. জসিম উদ্দন, মো. সাইফুল আলম চৌধুরী লিটু প্রমুখ।

 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্বাস পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান আল কাদেরী।

মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video