চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে বিআরটিসি লাইব্রেরী বাসের

‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি’

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ Jun ১২, ০৫:৩১ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গনে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি’র চট্টগ্রাম অংশের শুভ উদ্বোধন শেষে ঘুরে দেখছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরির চট্টগ্রাম অংশের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। গত বছরের ১৪ নভেম্বর বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি নামে বিআরটিসি লাইব্রেরী বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

১১ জুন মঙ্গলবার সকালে ঢাকা থেকে আগত ভ্রাম্যমান লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম হাদিদসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, যাত্রী পরিবহণের পাশাপাশি ভ্রাম্যমান লাইব্রেরি চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাষ্ট্রীয় এই পরিবহণ সংস্থার পক্ষ থেকে এখন থেকে বই পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থী ও যাত্রী সাধারণ। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান লাইব্রেরিতে বিভিন্ন বই পাওয়া যাবে। ভ্রাম্যমান এই লাইব্রেরিতে স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরণের বই রয়েছে। এছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়েও বই পাওয়া যাবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরাসহ সর্বমহলে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ, জীবন ইতিহাস এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জাতির সামনে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। এই লাইব্রেরিতে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা ও বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রবন্ধ, উপন্যাস ও ভাষণসমূহ সংরক্ষণ করা হয়েছে। এসবের মাধ্যমে পাঠক বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ, ত্যাগ ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video