চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

১৫ অগাস্ট উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ০৩, ১১:০৫ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড। কর্মসূচী সফল করার লক্ষ্যে ১ অগাস্ট মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহাম্মদের সভাপতিত্বে দারুল ফজল মার্কেটসস্থ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ১৫ অগাস্ট উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে নগরীর আন্দরকিল্লাস্থ সিটি করপোরেশন চত্বরে আগামী ৫-১০ আগস্ট পর্যন্ত ৬ দিনব্যাপী আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মন্জু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), বীর মুাক্তযোদ্ধা সৈয়দ আহমদসহ চট্টগ্রাম মহানগরীর আওতাধীন সকল থানা ও প্রাতিষ্ঠানিক কমান্ডের কমান্ডারবৃন্দ। 

 

- মাইশা ফাইরোজ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video