চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে বিজয়ের মাসের সূচনালগ্নে ৩০ লাখ শহীদ ও ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ ডিসেম্বর ০৩, ০১:০১ অপরাহ্ন
বিজয়ের মাসে মোমবাতি জ্বলিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি।

১ ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবী জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে বিজয়ের মাসের সূচনালগ্নে ৩০ লাখ শহীদ ও ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল প্রাঙ্গণে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা জাতীয় সংগীত ও জয় বাংলা, বাংলার জয় সংগীত পরিবেশন করেন।

 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সরোয়ার আলম চৌধুরী মনি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী সৈয়দ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার একেএম আলাউদ্দিন, বোরহান উদ্দিন, মহানগর ইউনিটের সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, মো. সাজ্জাদ হোসেন, সদস্য আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, সৈয়দ মাঈনুল আলম সৌরভ, বিবি গুল জান্নাত, ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দিন আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের সকল থানা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা, মহানগর, উপজেলা, থানা ও প্রাতিষ্ঠানিক কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video