চট্টগ্রাম মেট্টোপলিটন
পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ-বিভাগের ত্রৈমাসিক (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) পর্যালোচনা
সভায় ট্রাফিক ইনচার্জ এবং সার্জেন্টদের পুরস্কৃত করা হয়। ১২ নভেম্বর শনিবার সন্ধ্যায়
নগরীর আইস ফ্যাক্টরী রোডের ট্রাফিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ট্রাফিক দক্ষিণ-বিভাগের
উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন.এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও টিআই (প্রশাসন) অনিল বিকাশ
চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বেস্ট ১৪জন টিআই-সার্জেন্টকে পুরস্কৃত করা হয়। জুলাই
মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (চকবাজার) মনিরুজ্জামান, সার্জেন্ট
কৌশিক চাকমা জয়, শাহেদুল হক শাহেদ, সাদ্দাম হোসেন পাটোয়ারী ও সুখেন চন্দ্র দে। আগস্ট
মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (টাইগারপাস) অপূর্ব কুমার পাল,
সার্জেন্ট আরাফাত হোসেন ভূঁইয়া, মাসুদুল আলম ও সুমন উদ্দিন। সেপ্টেম্বর মাসে বেস্ট
টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (আন্দরকিল্লা) বিপ্লব কুমার পাল, সার্জেন্ট
ইমরানুজ্জামান খান, নাজমুল হোসেন, এস.এম শরফুদ্দিন আহমেদ ও শহিদুল ইসলাম।
সভা শেষে বেস্ট টিআই-সার্জেন্টদের হাতে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন ডিসি (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসির উদ্দিন। সভায় ডিসি (ট্রাফিক-দক্ষিণ) সকল অফিসারের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফ হোসেন সহ দক্ষিণ বিভাগের সকল টিআই এবং সার্জেন্ট।
- ই.হো
মন্তব্য করুন