জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যুব সমাজের কোনো বিকল্প নেই।
বার্ধক্যে উপনীত হয়ে কোন কিছু করা যায়না। যে কোন দেশ বা সভ্যতা বিনির্মাণের পেছনে
যুব সমাজই অগ্রনী ভূমিকা পালন করছে। জাতীয় যুব দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম
বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
১ নভেম্বর মঙ্গলবার সকালে
জাতীয় যুব দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় “প্রশিক্ষিত
যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে
ধারণ করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি
বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলায় এসে শেষ হয়। এরপর চট্টগ্রাম
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
বিভাগীয় কমিশনার বলেন,
১৯৭১ সালে জাতির পিতার নেতৃত্বে যাঁরা দীর্ঘ ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
করেছিলেন তাঁরা অধিকাংশই যুবক-যুবতী ও স্কুল থেকে ঝড়ে পড়া কৃষকের সন্তান। ঐ সময়
দেশে সাড়ে ৭ কোটি মানুষের মধ্যে ৭ কোটি মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয়
কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে দিবসটি উদযাপনের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সফল
যুব সংগঠক ও সফল আত্মকর্মী হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে
যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, বঙ্গবন্ধুর
সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ উন্নয়নে অনেকদুর
এগিয়ে গেছে। দেশে প্রত্যেকটি উন্নয়ন সুচক দৃশ্যমান। সরকারের আন্তরিকতা ও নিরলস
প্রচেষ্টায় আমাদের যুব সমাজ আজ পিছিয়ে নেই। বেকার যুব সমাজকে আত্মকর্মমুখী হিসেবে
গড়ে তুলতে সরকার সারাদেশে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
ফলে সরকারি-বেসরকারি প্রত্যেক সেক্টরে যুবদের চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। অনেকে
ট্রেডভিত্তিক প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানমুখী হচ্ছে। সরকারের উন্নয়নের
অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে যুবশক্তিকে কাজে লাগাতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা (কোতোয়ালী) মো. জাহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় যুব-দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব-উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা। অনুষ্ঠানে যুব-উন্নয়ন অধিদপ্তরের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি যুব-সংগঠন ও উন্নয়ন-সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- ই.হো
মন্তব্য করুন