চট্টগ্রাম রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সাথে সংলাপ করা যায় না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ নভেম্বর ২৬, ০১:০৮ অপরাহ্ন
চট্টগ্রামের জামালখান মোড়ে পুনরায স্থাপিত ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

গত ১৪ই জুন বিএনপি জামায়াতের মিছিল থেকে ম্যুরালগুলো ভাঙচুর করা হয়। এখন তারা গাড়ি পোড়াচ্ছে, মানুষের উপর আগুন সন্ত্রাস চালাচ্ছে। ওদের ভয়ে বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। এরা দেশ, জাতি, সমাজ ও জনগণের শত্রু। ওরা দেশটাকে ধ্বংস করতে চায়। যারা কোরআন শরীফ পোড়ায়, মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায় তাদের সাথে কোন সংলাপ নয়। রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সাথে সংলাপ করা যায় না।

 

২৫ নভেম্বর শনিবার চট্টগ্রামের জামালখান মোড়ে পুনরায স্থাপিত বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে উল্লসিত হয়েছে। এরা যতদিন এভাবে ফনা তুলবে ততদিন দেশ ও দেশের জনগণ হুমকির মুখে থাকবে। আমাদের সরকার পুরস্কার ঘোষণা করেছে, পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ আগুন সন্ত্রাস চালালে তাদেরকে যেমন ধরিয়ে দেবেন তেমনি কেউ পরিকল্পনা করলে তাদেরকেও ধরিয়ে দেবেন। তবেই এদের নির্মূল করা সম্ভব হবে।

 

মন্ত্রী আরো বলেন, ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে, তাদের অনুকরণে জামায়াত-বিএনপি রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চলিয়েছে। পাকিস্তান আমলে যখন আমরা পশ্চিমাদের অধীনে ছিলাম তখনও বহু মিছিল সেদিক দিয়ে গেছে-আসছে, কখনো প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়নি। দীর্ঘ ৫২ বছরের ইতিহাসে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। তখনও প্রধান বিচারপতির বাসভবনে কখনো হামলা হয়নি।

 

জামালখান ওয়ার্ডের কমিশনার শৈবাল দাশ সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমূখ বক্তব্য রাখেন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video