চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে বিনষ্ট করার লক্ষ্যে একটি অপশক্তি দেশে প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে

যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তাদের বর্জন করুন।

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ জুলাই ০২, ০৩:৩৩ অপরাহ্ন
চট্টগ্রামে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে বিনষ্ট করার লক্ষ্যে একটি অপশক্তি দেশে প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে। তারা অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে সাপের ন্যায় ছোবল মারার চেষ্ঠা চালাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে, যাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় সাম্প্রদায়িকতা, তারা দেশে এখনো রাজনীতি করছে। ১ জুলাই আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

 

তথ্যমন্ত্রী আরো বলেন রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি বড় উৎসব। বহুকাল ধরে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। প্রকৃতপক্ষে বিভিন্ন সম্প্রদায়ের আনন্দের উৎসব এখন আমাদের দেশের সংস্কৃতির অংশ হয়ে যাচ্ছে। আজ লাখো লোকে লোকারণ্য চট্টগ্রাম শহর জুড়ে উৎসবের আমেজ বইছে। যদিও ১৯৪৭ সালে দেশ বিভক্ত হয়েছিল সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে, পরে বাঙালিরা অনুধাবন করতে সক্ষম হয়েছিল এ সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা আমাদের জন্য নয়। কারন আমাদের প্রথম এবং প্রধান পরিচয় হচ্ছে আমরা বাঙালি, দ্বিতীয় পরিচয় ধর্মের। একসময় আমাদের পরিচয় যখন হুমকির মুখে পরেছিল ঠিক তখনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে এ দেশ স্বাধীন হয়েছিল।

 

ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রম্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, ভারতীয় সহকারী হাই কমিশনার, ডা. রাজীর রঞ্জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগসহ হিন্দু ধর্মীয় ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও লাখো ধর্মপ্রাণ নরনারী।

 

-সংবাদ বিজ্ঞপ্তি

-মা ফা / জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video