চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

এ ব্যাচে নটিক্যাল বিভাগে ৬০ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৯ জন এবং মেরিন ফিশারিজ বিভাগে ১৯ জন ক্যাডেটসহ সর্বমোট ১৩৮ জন ক্যাডেট পাসড আউট হয়।

মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম-এর ৪২তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ নভেম্বর ০১, ০৫:১৩ অপরাহ্ন
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম-এর ৪২তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আপনারই হচ্ছেন আগামীতে দেশের কান্ডারী। আপনাদের শপথ গ্রহণকালে আজকে জাতির পিতার ভাষণ চালানো হয়েছে। ভাষণের একটি অংশে তিনি বলেছেন ট্রেনিং শেষ করে নতুন ট্রেনিংয়ে যাওয়ার জন্য। এটার মাধ্যমে তিনি যে নির্দেশনা দিয়েছিলেন সেটা হল যতদিন বাংলাদেশ থাকবে, লাল সবুজের পতাকা থাকবে ততদিন দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। যে মানুষের দেশপ্রেম নেই সে মানুষরূপী হলেও তার সুকুমারবৃত্তি এবং মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায়। তাই সবার মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। 

 

আজ ১ নভেম্বর বুধবার চট্টগ্রামের আনোয়ারায় মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম-এর ৪২তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

 

মেরিন ফিশারিজ একডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান-এর সভাপতিত্বে প্যারেড অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, সরকারি শিপিং অফিসসহ অন্যান্য মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ ব্যাচে নটিক্যাল বিভাগে ৬০ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৯ জন (০৪ জন মহিলা) এবং মেরিন ফিশারিজ বিভাগে ১৯ জন (০১ জন মহিলা) ক্যাডেটসহ সর্বমোট ১৩৮ জন (০৫ জন মহিলা) ক্যাডেট পাসড আউট হয়। সাফল্য ও স্বীকৃতি পুরস্কার হিসেবে মন্ত্রী ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জীবনের গতিকে রাখতে হবে অপ্রতিরোধ্য। আলোকবর্তিকা হাতে নিয়ে অন্ধকার ভেদ করে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে দেশপ্রেম, দৃঢ় আত্মবিশ্বাস, অধ্যাবসায়, সুচিন্তিত বলিষ্ঠ লক্ষ্য এবং পরিশ্রম কখনোই বিফল হয় না। একদিন আপনারা অনেক বড় হবেন। দেশে ও দেশের বাইরে আপনারাই হবেন দেশের এ্যাম্বাসেডর। বিদেশের জাহাজে আমাদের যে ক্যাডেট যাবেন তিনিই কিন্তু বাংলাদেশের এ্যাম্বাসেডর। তার আচরণ, কর্মদক্ষতাই প্রমাণ করবে ক্যাডেটদের যোগ্যতা।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video