চট্টগ্রাম রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

বিদায়ী সিএমপি কমিশনার

বীর মুক্তিযোদ্ধাদের নিকট থেকে সংবর্ধনা জীবনের জন্য বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জুলাই ১৪, ০৫:৪২ অপরাহ্ন
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর’কে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ সংসদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

এ দেশ স্বাধীন না হলে আমরা আজ এ পর্যায়ে আসতে পারতাম না। জাতির পিতার নেতৃত্বে সমগ্র জাতিকে পরাধীনতার দায় থেকে মুক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবেনা। তাঁদের নিকট থেকে সংবর্ধনা গ্রহণের বিষয়টি সারাজীবনের জন্য বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সম্মান সর্বোচ্চ সম্মান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

 

আজ (১৪ জুলাই) সকালে দামপাড়াস্থ সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম বন্ধু সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। কোভিড-১৯ পরিস্থিতিতে বিদায়ী পুলিশ কমিশনারের নেতৃত্বে বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি) মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। জাতীয় দিবসগুলোতে সিএমপি কমিশনার কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। তার অনুকরণীয় দায়িত্বপালন বীর মুক্তিযোদ্ধারা স্মরণ রাখবে।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আমীর জাফর (অতিরিক্ত ডিআইজি), কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডসহ বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন।


- জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video