চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

এত বড় ট্রাজেডিতে প্রয়োজনীয় অনেক কিছুর অভাব হতে পারতো কিন্তু সর্বস্তরের মানুষ একসাথে এগিয়ে আসায় কোন প্রকার অভাব হয়নি

বিএম কনটেইনার ডিপোতে ঘটে যাওয়া মর্মান্তিক ট্র্যাজেডি পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ Jun ০৭, ০২:৫৬ অপরাহ্ন
বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শনিবার সীতাকুন্ডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে-সঙ্গে নিদের্শ দিয়েছিলেন যার পক্ষে যতটুকু সম্ভব আগুনে দগ্ধ রোগীদের সহযোগীতায় এগিয়ে আসতে। দলীয় নেতাকর্মীরা নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করা থেকে শুরু করে প্রতিটি কাজে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন ও এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ট্রাজেডি মোকাবিলায় এগিয়ে আসেন সিভিল প্রশাসন, দেশপ্রেমিক সেনাবাহিনী, র‌্যাব, সরকারি মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল হাসপাতাল, গণমাধ্যমকর্মী, সেচ্ছাসেবী সংগঠন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এত বড় ট্রাজেডিতে প্রয়োজনীয় অনেক কিছুর অভাব হতে পারতো কিন্তু সর্বস্তরের মানুষ একসাথে এগিয়ে আসায় কোন প্রকার অভাব হয়নি। ৬ জুন সোমবার চট্টগ্রামের সীতাকুন্ডে আগুন ও বিস্ফোরণে  পুড়ে যাওয়া বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, আমাদের খতিয়ে দেখতে হবে এটি নিছক দূর্ঘটনা নাকি দেশের রপ্তানীবানিজ্যকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিত নাশকতা। আপনারা জানেন, পদ্মা সেতু নির্মিত হওয়া এবং উদ্বোধনের তারিখ ঘোষনা করার পর থেকে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। সেটির ধারাবাহিকতায় দেশবাসীর দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করার লক্ষ্যে কোন নাশকতা করার অপচেষ্টা ছিল কিনা খতিয়ে দেখা উচিত। তদন্তের মাধ্যমে যেটি বেড়িয়ে আসবে তাদের বিরুদ্ধে সরকার যথাযত ব্যবস্থা গ্রহণ করবে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিপোতে আগুনে দগ্ধ ও আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান। মেডিকেল কলেজের পরিচালক এবং কর্তব্যরত ডাক্তাদের সাথে কথা বলে দগ্ধ রোগীদের খবরাখবর নেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহম্মদ আমিনুল ইসলামসহ দলীয় নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

- তথ্যসূত্র: পিআইডি

- মা ফা / জা হো ম



আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video