চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

খেলার মাঠ, উন্মুক্ত ময়দান ও বিভিন্ন পার্কের সমন্বয়ে পূর্বে চট্টগ্রাম ছিল একটি পরিপূর্ণ নগরী। কিন্তু বর্তমানে বিভিন্ন অব্যবস্থাপনা ও অবৈধ প্রভাব বিস্তারের কারণে চট্টগ্রাম দিন দিন বদ্ধ-নগরীতে পরিণত হচ্ছে।

বাসযোগ্য চট্টগ্রাম গড়তে দরকার নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর মহাপরিকল্পনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ সেপ্টেম্বর ২২, ০৫:০০ অপরাহ্ন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

নগরীর বিগত মাস্টারপ্ল্যানগুলোর ভুলত্রুটিগুলো চিহ্নিত করে একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা প্রয়োজন হয়ে পড়েছে। আবার এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে গিয়ে সময়ের পরিপ্রেক্ষিতে কিছু গাইডলাইনও পরিবর্তন করার প্রয়োজন হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

 

২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর সম্মেলন কক্ষে বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানারস (বিআইপি)র সাবেক সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যানে বে-টার্মিনাল ও বিভিন্ন ফ্লাইওভারের কথা উল্লেখ না থাকলেও যোগাযোগ খাত উন্নয়নের খাতিরে এইসব প্রকল্প নেয়া প্রয়োজন হয়ে পড়ে। এছাড়াও চউকের প্রশাসনিক কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য তিনি বর্তমান চউকের অর্গানোগ্রাম পরিবর্তন করে লোকবল বাড়ানোর অঙ্গীকার করেন। সিডিএর মাস্টারপ্ল্যানের সফল বাস্তবায়নে নগরীর সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহবান জানান তিনি।

 

নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর মহাপরিকল্পনা শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বাসযোগ্য চট্টগ্রাম গড়তে দরকার নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর মহাপরিকল্পনা। ইতিমধ্যে দেখা যাচ্ছে, মহাপরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত না হওয়ায় চট্টগ্রাম শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যে যেভাবে পারছে, নিজেদের মতো উন্নয়ন পরিচালনা করছে। এর নেতিবাচক ফলভোগ করতে হচ্ছে নাগরিকদের। এ অবস্থা থেকে বের হতে হলে সব সেবাসংস্থা ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু মহাপরিকল্পনা করলেই চলবে না, তার পূর্ণাঙ্গ বাস্তবায়নও করতে হবে।

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, খেলার মাঠ, উন্মুক্ত ময়দান ও বিভিন্ন পার্কের সমন্বয়ে পূর্বে চট্টগ্রাম ছিল একটি পরিপূর্ণ নগরী। কিন্তু বর্তমানে বিভিন্ন অব্যবস্থাপনা ও অবৈধ প্রভাব বিস্তারের কারণে চট্টগ্রাম দিন দিন বদ্ধ-নগরীতে পরিণত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ২.৫ মিটারের কমে যে কোন রাস্তার পাশে তিন-তলার অধিক উচ্চ ভবন নির্মাণ করাকে নিরুৎসাহিত করার প্রস্তাব করেন।

 

সেভ দ্য চিলড্রেন, ইপসা ও ইউএনডিপির সার্বিক সহযোগিতায় নগর-বিশেষজ্ঞ, পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, সুশীল সমাজ প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিশু-নারী-যুব এবং গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ গ্রহণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার জোট চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video