চট্টগ্রাম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

বঙ্গবন্ধুকে হত্যাকারীরা সবাই দেশদ্রোহী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২২, ১১:২৮ পূর্বাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী এবং হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সবাই দেশদ্রোহী। এ নরপশুর দল শুধু বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেনি, তারা জাতির জনকের পরিবারকে সমূলে হত্যার জন্য পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালিয়েছিল। জাতির জনকের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ আগস্ট শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মঞ্চ-সংগীত শিল্পী সংস্থার উদ্যোগে ‌বেদনার সুরে বঙ্গবন্ধুকে স্মরণ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা শেষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

 

চট্টগ্রাম মঞ্চ-সংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায়, কায়সারুল আলম, সাইফুদ্দিন মাহমুদ খানসহ বরেণ্য সংগীত শিল্পীরা বক্তব্য রাখেন।

- মা.সো

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video