চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, নিপীড়িত, অবহেলিত মানুষের পাশে ছিলেন। ঠিক তেমনি রহমত উল্ল্যাহ্ চৌধুরীও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবসময় সমাজের নির্যাতিত মানুষের পাশে থাকতেন।

প্রয়াত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা রহমত উল্ল্যাহ্ চৌধুরীর ২০ তম স্মরণ সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মে ১৮, ১১:৫৭ পূর্বাহ্ন
প্রয়াত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা রহমত উল্ল্যাহ্ চৌধুরীর ২০ তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, নিপীড়িত, অবহেলিত মানুষের পাশে ছিলেন। ঠিক তেমনি রহমত উল্ল্যাহ্ চৌধুরীও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবসময় সমাজের নির্যাতিত মানুষের পাশে থাকতেন।  

 

১৭ মে বুধবার চট্টগ্রাম নগরীর কাজির দেউরীস্থ ইন্টারন্যাশানাল কনভেনশন হলে প্রয়াত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা রহমত উল্ল্যাহ্ চৌধুরীর ২০ তম স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

 

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবর সভপতিত্বে নোমান আল মাহমুদ এমপি, মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী স্মরণ সভায় বক্তৃতা করেন। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যাতে না হয় সে চেষ্টা করছে তারা। আজকে তারা বিদেশীদের কাছে গিয়ে নিজ দেশের উন্নয়ন যাতে বন্ধ করা যায় সে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের সফল হতে দেয়া যাবে না । আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় এনে তাদের অপশক্তিকে রুখে দিতে হবে। দেশের এ উন্নয়ন যাতে অব্যাহত থাকে সেজন্য সজাগ থাকতে হবে।


- মা.ফা.


মন্তব্য করুন

Video