দশ উদ্যোগ তৃণমূলে ভাগ্য ফেরানোর উদ্যোগ। আমাদের সৌভাগ্য যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দুরদর্শী নেতা পেয়েছি। দশ উদ্যোগ পেয়েছি। পিআইডি এ বিষয়ে আরো উদ্যোগ নেবে। এসব বিষয় প্রচারণার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তথ্য অধিদফতর ঢাকা ও আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম আয়োজিত চট্টগ্রাম মিট দ্যা প্রেস-এ প্রধান অতিথি তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী।
১৭ জুন শুক্রবার চট্টগ্রাম পিআইডির সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ বিষয়ে চট্টগ্রাম তথ্য অধিদফতরের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃণমূলে মানুষের জীবনমানে কিরুপ প্রভাব ফেলছে, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উপকার ভোগীরা কিরুপ আনন্দিত, ডিজিটাল বাংলাদেশের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিভাবে ভোগ করছে ইত্যাদি বিষয় উঠে এসেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দশ উদ্যোগ বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস সিলেটের পরিচালক মো. আজিজুল হক নিউটন, তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান, লায়লা আরজুমান্দ বেগম, আশরোফা ইমদাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাস, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চীফ রিপোর্টার ভূঁইয়া নজরুল, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধি, জেলা তথ্য অফিস চট্টগ্রামের প্রতিনিধিসহ কয়েকজন গণমাধ্যম-কর্মী।
দশ উদ্যোগকে তৃণমূলে আরো ছড়িয়ে দেয়ার পাশাপাশি এর সুফল সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার পরামর্শ দেয় বক্তাগণ । তারা বলেন, পিআইডিসহ সরকারি গণমাধ্যমগুলো এ বিষয়ে আরো সক্রিয় হতে পারে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন ও উপকার ভোগীদের সাথে কথা বলেন।
- তথ্য সূত্র পিআইডি
- মা ফা / জা হো ম
মন্তব্য করুন