চট্টগ্রাম
আদালত ভবনের নীচে অবস্থিত গণহত্যা স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠান করার অনুমতি না থাকায়
পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন
পরিষদ’ চট্টগ্রাম।
২
মার্চ বৃহষ্পতিবার সকালে আদালত প্রাঙ্গনে পূর্বঘোষিত প্রতিবাদী সমাবেশ, গীতরঙ্গ
USTC বধ্যভূমি পরিবেশনা ও মানববন্ধন কর্মসূচি করার সরকারি অনুমতি না পাওয়ায় তা
স্থগিত করে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে বাস্তবায়ন পরিষদ।
স্মারকলিপিতে
আদালতের রায় মেনে জেলা প্রশাসনের মাধ্যমে ২৬ মার্চের মধ্যে USTC-এর দখলদারিত্ব
উচ্ছেদ করে ১৪ ডিসেম্বরের মধ্যে পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্পের জন্য
বরাদ্দকৃত ১.৭৫ একর জমিতে স্মৃতিসৌধ ও কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়।
জেলা
প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু.
মাহমুদ উল্লাহ মারুফ। এসময় তিনি বলেন, দাপ্তরিক বাধা না থাকলে অনতিবিলম্বে আদালতের
রায় কার্যকর করে পাহাড়তলী বধ্যভূমি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেবে জেলা প্রশাসন।
মুক্তিযোদ্ধা
ও গবেষক ডা. মাহফুজুর রহমান, শহীদ পরিবারের সদস্য গাজী কামাল উদ্দিন কামরুল, মো.
রাউফুর হোসেন (সুজা), ক্যাব চট্টগ্রামের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জানে আলম, বাংলা
প্রচলন উদ্যোগ প্রতিনিধি মোহাম্মদ কায়সার উদ্দিন, নাট্যজন মোহাম্মদ জসিম উদ্দিন
আহাম্মদ, গণমাধ্যমকর্মী আশিক আরেফিন, পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প
বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাট্যশিক্ষক মোস্তফা কামাল যাত্রা, সদস্য সচিব মোহাম্মদ
শাহাবুদ্দিন (আঙ্গুর), সদস্য মোহাম্মদ নাছির প্রমুখ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত
ছিলেন ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রতি শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিপরীতে অবস্থিত পাহাড়তলী বধ্যভূমির জন্য নির্ধারিত জমিতে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা, সংহতি সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পরিচালিত হবে বলে পরিষদের সদস্য সচিব সাহাবউদ্দিন (আঙ্গুর) জানিয়েছেন।
- ই.হো.
মন্তব্য করুন