চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত ‘পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স’ প্রকল্প বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে করার দাবিতে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচী ঘোষণা করে পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন পরিষদ।

পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
‘পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স’ প্রকল্প বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে করার দাবিতে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী।

আদালতের রায় মেনে পাহাড়তলী বধ্যভূমির জন্য বরাদ্দকৃত ১.৭৫ একর জমি পুনরুদ্ধারপূর্বক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে করার দাবিতে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের এক অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন পরিষদ।

 

২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিপরীতে অবস্থিত USTC কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ দখলে থাকা পাহাড়তলী বধ্যভূমিতে অনুষ্ঠিত এক প্রতিবাদী সমাবেশ থেকে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

 

পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন পরিষদের আহবায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্বঘোষিত এই প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা, গবেষক ও চিকিৎসক মাহফুজুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও পরিষদ এর সদস্য সচিব মোহাম্মদ শাহাবউদ্দিন আঙ্গুর।



 

সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, নাট্যজন মাশরুজ্জামান মুকুট, গণ অধিকার চর্চা কেন্দ্র প্রতিনিধি ভাস্কর চৌধুরী, জসীম উদ্দীন খন্দকার, আওয়ামী লীগ নেতা সেলিম বাদশা, আবুল হাসনাত পেয়ারু, শহীদ পরিবারের সন্তান গাজী কামাল উদ্দিন কামরুল, মো. রাউফুল হোসেন (সুজা), মহিন উদ্দিন, আবু সুফিয়ান, জাহাঙ্গীর কবির নয়ন, মো. জসীম উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, নেওয়াজ খান, মোহাম্মদ আলী, মোহাম্মদ রাশেদ খান, মোহাম্মদ জানে আলম, মো. জয়নাল আবেদিন, ছাত্রনেতা মো. সোহেল, আসাদ হোসেন রুবেল, মোর্শেদ চৌধুরী, আব্দুল করিম, আশরাফ আজীম খান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ফাহিম উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার, রনি সরকার, জাবেদ হোসেন, মোহাম্মদ রুবেল, মুকাভিনেতা রেজওয়ান রাজন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রতিনিধি নুরুদ্দিন আবু, ব্যাংকার শাহাদাত হোসেন, গণমাধ্যম কর্মী আব্দুল হান্নান হিরা, আশিক আরেফিন, নাট্যকর্মী মোশারফ হোসেন পলাশ, মোহাম্মদ নাছির প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশের বৃহত্তম বধ্যভূমি হিসাবে চিহ্নিত পাহাড়তলী বধ্যভূমির জমি থেকে আদালত কর্তৃক অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে সেই জমি (BS-১৫২ ও BS-১৫৩ দাগের পূর্ণ ভূমি ১.৭৫ একর) তে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স চট্টগ্রাম জেলা প্রশাসককে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। অন্যথায় তা আদালত অবমাননা হিসাবে বিবেচিত হবে।

 

সমাবেশের শুরুতে প্রতিবাদি কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার আশিক আরেফিন এবং নাট্যাধার প্রযোজনা প্রদীপ দেওয়ানজী রচিত নাটক অবলম্বনে আহম্মদ কবীর কর্তৃক গ্রন্থিত গীতরঙ্গ USTC বধ্যভূমি প্রদর্শীত হয়। গীতরঙ্গটিতে অভিনয় করেন নজরুল ইসলাম তুহিন, জসিম উদ্দিন, জয়া দাশ, মুক্তা বিশ্বাস, মোহাম্মদ নাছির, মোহাম্মদ রাসেল, রুবেল চৌধুরী, মোহাম্মদ সুলতান, মোহাম্মদ আশিক।

 

সমাবেশ শেষে উপস্থিত দেশপ্রেমিক জনগণের অংশগ্রহণে দাবির প্রতি একাত্ত্বতা প্রকাশমূলক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

আগামী ২ মার্চ, ২০২৩ সকাল ১০ টায় কোর্ট বিল্ডিং-এর নিচে অবস্থিত গণহত্যা স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের অবস্থান শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হবে। অনুষ্ঠিতব্য কর্মসূচীতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


- ই.হো.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video