চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২৭, ১১:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও চট্টগ্রাম জেলার উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী।

১৯৯৫ সালে ২৪ আগষ্ট ১৪ বছরের এক গৃহকর্মী কিশোরী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দিনাজপুরের ১০ মাইল নামক স্থানে বাস থেকে নামে। সেখানে টহলরত পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে পিকআপে তুলে নেয়। কিন্তু পথের মধ্যে পুলিশ সদস্যরাই তাকে গণধর্ষণ করে এবং হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। ঘটনাটিতে আলোড়িত হয় দিনাজপুরের মানুষের বিবেক ও শুরু হয় আন্দোলন। সারাদেশের মানুষ সেদিন এই উত্তাল আন্দোলনে অংশ নেয়। আন্দোলনে পুলিশের গুলিতে ঝড়ে পড়েছিলো সাতটি তাজা প্রাণ। অচল হয়ে গিয়েছিলো প্রশাসন। আন্দোলনের চাপে ৩ জন পুলিশের ফাঁসির রায় হয় এবং ফাসি কার্যকর হয়। দিনাজপুরের সেই রক্তক্ষয়ী ইতিহাসের নাম হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এরপর থেকে বাংলাদেশের নারীসমাজ দিবসটিকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধের দিন হিসেবে পালন করে থাকে।

 

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও চট্টগ্রাম জেলার উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিলে এ কথা বলেন বক্তারা।

 

বক্তরা আরো বলেন, নারীরা পুরুষতান্ত্রিক সমাজের শোষণ নিপীড়নের সংস্কারের বিরুদ্ধে লড়াই করেও নিজের যোগ্যতা প্রমাণ করেছে। কিন্তু ফিরে পায়নি তার প্রাপ্য সম্মানটুকু। বরং দিন দিন সহিসংতা নারী নিপীড়নের চিত্র বিভৎস হয়েছে। এদের বংশবদ বিচার ব্যবস্থা আর আজ্ঞাবহ পুলিশ অপরাধীদের নিরাপত্তায় নিয়োজিত।

 

সমাবেশে বক্তব্য রাখে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার আহবায়ক আসমা আক্তার, রিপা মজুমদার, আনজুম আরা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নারী মুক্তি কেন্দ্রের জেলা কমিটির সদস্য তোফাতুল জান্নাত।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video