চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

নগর দুর্যোগ ঝুঁকিহ্রাস, দুর্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার তথা সিটি কর্পোরেশন এবং কাউন্সিলরদের গুরুত্ব অপরিসীম

নগর দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ Jun ১৬, ০৪:৪৪ অপরাহ্ন
নগর দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী

 

নগর দুর্যোগ ঝুঁকিহ্রাস, দুর্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার তথা সিটি কর্পোরেশন এবং কাউন্সিলরদের গুরুত্ব অপরিসীম। স্থানীয় মানুষদের সাথে যোগাযোগ এবং সমন্বয়ের ভিত্তিতে জনপ্রতিনিধিরা নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে অদ্বিতীয় ভূমিকা রাখছে। সাম্প্রতিক সময়ে সংঘঠিত সীতাকুন্ড ট্র্যাজেডি এর উৎকৃষ্ঠ উদাহরণ। শহরের বাইরের ঘটনা হলেও সমস্ত হতাহতদের চিকিৎসা এবং সাড়াপ্রদানে জনপ্রতিনিধিরা স্বতস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। ১৫ জুন বুধবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত নগর দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা তে এসব কথা বলেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

 

মেয়র আরো বলেন নগর দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আমরা ইতিমধ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে নগর স্বেচ্ছাসেবক দল গঠন করেছি। যারা ওয়ার্ডের যেকোন দুর্যোগে প্রথম সাড়াদানকারী হিসেবে ভূমিকা রাখছে। ভবিষ্যতে নগর স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে পরিচালনার জন্য একটি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হবে।


নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশের নির্দেশনা বিষয়ে সেশন পরিচালনা করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব ড. নুরুন্নাহার চৌধুরী, নগর ঝুঁকি হ্রাস, সার্বিক পর্যালোচনা এবং বাজেটে অন্তর্ভূক্তিকরণ নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ। চট্টগ্রামের নগর সেচ্ছাসেবক এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন ইপসার উপ পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু এবং বর্জ্য ব্যবস্থাপনা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সার্বিকচিত্র এবং কাউন্সিলরদের করণীয় শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী।


ইপসা প্রয়াস-২ প্রকল্প কর্মকর্তা আতাউল হাকিমের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি জহিরুল আলম জসিম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্যানেল মেয়র আফরোজা কালাম, সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপক (হিউম্যানিটেরিয়ান) মোস্তাক হোসাইন প্রমুখ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী।

-সংবাদ বিজ্ঞপ্তি

-মা ফা / জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video