চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

ভৌগলিকভাবে চট্টগ্রাম একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ভূমিকা অনস্বীকার্য

দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ মে ২৯, ০১:৪৯ অপরাহ্ন
নগর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

ভৌগলিকভাবে চট্টগ্রাম একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। নগরীতে সংগঠিত যেকোন দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পাশাপাশি স্থানীয় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে দুর্যোগ প্রশমন ও সম্পদের ক্ষতিরোধে কার্যকর সমাধান। এক্ষেত্রে স্থানীয় জনগনের দুর্যোগে সাড়াদানে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। ২৯ মে রবিবার সকালে নগরীর আগ্রাবাদে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সেভ দ্য চিলড্রেন, ইপসা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত নগর স্বেচ্ছাসেবক দলের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবেলার কথা মাথায় রেখেই চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে নগর স্বেচ্ছাসেবক দল গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীতে দুর্যোগে প্রথম সাড়াদানকারী হিসেবে তাই নগর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ভূমিকা অনস্বীকার্য। আমরা প্রত্যাশা করি এই তিনদিনের প্রশিক্ষণের মধ্য দিয়ে নগর স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণ প্রাপ্তির পর এই ভূমিকা পালন করবে। 

প্রশিক্ষণগুলোর মধ্যে থাকছে ভূমিকম্প ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মান সামগ্রী ও ভাঙ্গার ধরণ, অনুসন্ধান ও স্থান চিহ্নিতকরণ, উদ্ধার কলাকৌশল ও পদ্ধতি, জরুরী উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা ও রোগী পর্যবেক্ষণ, অগ্নিনির্বাপন ও ইভাকুয়েশনসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ।

- সংবাদ বিজ্ঞপ্তি

- মা ফা/ জা হো ম 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video