চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

তাদের অশুভ-কামনায় বাংলাদেশের কোন কিছু অশুভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ জানুয়ারী ১৭, ১২:৩০ অপরাহ্ন

ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা নিষেধাজ্ঞা দিবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে, দেশে দুর্ভিক্ষ দেখা দিবে ঠিক তখনি বিএনপি ক্ষমতায় আসবে তাদের এ দাবি বা আশঙ্কা কতটুকু যুক্তিযুক্ত এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ইউরোপ ও আমেরিকাসহ সকল দেশের সাথে সম্পর্ক আরো গভীর করার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। বিএনপি দেশের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করে জানি না। তবে তাদের অশুভ-কামনায় বাংলাদেশের কোন কিছু অশুভ হবে না।

 

১৬ জানুয়ারি মঙ্গলবার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রথমবার চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

 

চট্টগ্রামের কক্সবাজারে ১৪ লাখ রোহিঙ্গা আছে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য আপনি কি পদক্ষেপ নিবেন এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সবসময় কূটনীতিকভাবে চেষ্টা করে যাচ্ছে এবং সে চেষ্টা অব্যাহত থাকবে। কূটনীতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, মহিউদ্দিন বাচ্চু এমপি, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী, সাবেক এমপি নোমান আল মাহমুদ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video