চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বামাপ্রককস নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মে ৩০, ০১:১২ অপরাহ্ন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি (বামাপ্রককস) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন দেশের বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির (বামাপ্রককস) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

 

২৭ মে শনিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এসএম জাহিদুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ ইউনুছের নেতৃত্বে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নেতৃবৃন্দ ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশ বিরোধী ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। বামাপ্রককসর অতিরিক্ত মহাসচিব মো. ইদ্রিস আলী সরদার, অর্থ সম্পাদক নাসির আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল আলম, দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দোয়া-মোনাজাতে অংশ নেন।

 

এরপর গোপালগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির (বামাপ্রকস) নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইদ্রিস আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির (বামাপ্রককস) কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জাহিদুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক নাসির আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল আলম, দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান।

 

সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. নূর ইসলাম, বিধান চন্দ্র রায়, কাওছার আলী, কৃষ্ণ পদ ভদ্র, মো. সামছুল হক সাদী, দেলোয়ারা ইয়াসমিন, নাহিদা বেগম, তাছলিমা বেগম, দেলোয়ার হোসেন, নুর ইসলাম ফকির প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, সরকারী সেবা আরও গতিশীল করতে সচিবালয়ের নির্দেশনা আমাদের মাঠ প্রশাসনের জন্য অবশ্যই অনুস্মরণীয় একটি বিষয়। মাঠ প্রশাসনের যে কোন সমস্যা সমিতির মাধ্যমে আমাদের নজরে আসলে আমরা দেখবো। তিনি বামাপ্রককস নেতৃবৃন্দের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দেন।


- মা.ফা.


মন্তব্য করুন

Video