চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

জাতীয় শোক দিবসে বিজিবি'র খাদ্য বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ১৬, ১২:২৪ অপরাহ্ন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম।

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিজিবি'র গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে বিজিবি দক্ষিণ রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম এবং ব্যাটালিয়ান (৮বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ও রিজিয়ন সদর দপ্তর হালিশহর চট্টগ্রামের আয়োজনে এলাকার দেড়শটি গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারপ্রতি দেয়া হয় ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আলু ও ১ কেজি পিঁয়াজ।

 

বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী এ আয়োজনে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

এছাড়াও বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অন্যান্য কর্মসূচীর পাশাপাশি এই খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান দক্ষিণ রিজিয়ন চট্টগ্রামের সকল সেক্টর এবং ব্যাটালিয়ন সমূহে নিজ নিজ এলাকাতে পরিচালিত হয়েছে।

 

খাদ্য বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরীসহ বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও এলাকার সুবিধাভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

- অ. হো.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video