চট্টগ্রাম সংবাদ ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা
কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি,
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের
মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে
শোকর্যালী শুরু হয়ে দামপাড়া মোড় ঘুরে আবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাাসক মোহাম্মদ মমিনুর
রহমান।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার,
চট্টগ্রাম ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল ডিফেন্স, জাতির শ্রেষ্ঠ সন্তান
বীর মুক্তিযোদ্ধা মহানগর ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডসহ সরকারি
সকল দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানসহ রাজনীতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী
সংগঠন।
একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, আলোকচিত্র
প্রদর্শনী, মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও পুবস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
হয়। এছাড়াও জেলা শিশু একাডেমিতে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্য
চলচ্চিত্র প্রদর্শন এবং সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত নাটক প্রদর্শনের আয়োজন করা হয়েছে। বাদ
জোহর জমিয়তুল ফালাহ জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ
১৫ই আগস্ট কালরাতে নিহত সকল শহীদের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন
করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ
কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ্ ও নাত, বিশেষ মিলাদ মাহফিল ও মোনাজাত।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুবউন্নয়ন অধিদপ্তরের
পক্ষ থেকে চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর
সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ
সুপার এস.এম রশিদুল হক, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহম্মদ,
চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার একেএম সরওয়ার কামাল এসময় বক্তৃতা রাখেন।
আঞ্চলিক তথ্য অফিস পিআইডি চট্টগ্রাম ও
চট্টগ্রাম জেলা প্রশাসন এর আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল
আবেদীন গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোকচিত্র
প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন , জেলা প্রশাসক
মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারসহ জেলা প্রশাসনের
উর্দ্বতন কর্মকর্তারা আলোচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এসময় আঞ্চলিক তথ্য অফিস পিআইডি
চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর ও সিনিয়র তথ্য অফিসার মারুফা
রহমান ঈমা উপস্থিত ছিলেন।
-অ.হো
মন্তব্য করুন