চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২৭, ১২:৫৪ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থেকেই সবাইকে তা মোকাবেলা করতে হবে। পরাজিত শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৬ আগস্ট শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।


সৈয়দ সারোয়ার মোর্শেদ কচি ভাইয়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিক হান্নান, পাহাড়তলী আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আফসার মিয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম সহ চার ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা, কর্মীবৃন্দ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন ১০ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. ইকবাল ও শওকত আলী।

- মা.সো

 

 

 

 

 

 

 


মন্তব্য করুন

Video