চট্টগ্রামের সীতাকুন্ড
উপজেলার জঙ্গল সলিমপুর মৌজায় বসবাসকারী প্রায় ২৪ হাজার ছিন্নমূল পরিবারকে সরকারী নীতিমালা
অনুযায়ী মৌজামূল্যে ৫শতক করে জায়গা সহজ কিস্তিতে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদানের দাবী
জানানো হয়।
২৮ জুন শুক্রবার
দুপুরে জঙ্গল ছলিমপুর ছিন্নমূলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানায় ‘চট্টগ্রাম মহানগর
ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’। লিখিত বক্তব্যে
তারা জানায়, গত ২৭ জুন জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ (২৮১) আসনের সংসদ
সদস্য আলহাজ্ব এসএম আল মামুন জঙ্গল ছলিমপুর ছিন্নমূলের ২৪ হাজার ভূমিহীন পরিবারের পক্ষে
মাননীয় স্পীকার ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ২শতক হারে জমি প্রতিটি ভূমিহীন
পরিবারকে সহজ কিস্তিতে স্থায়ী বন্দোবস্তীর আবেদন জানান। এজন্য এমপি মহোদয়কে আন্তরিক
শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সংগ্রাম পরিষদ প্রস্তাবিত ২শতক হারের পরিবর্তে ৫শতক করে
জায়গা সহজ কিস্তিতে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদানের দাবী তুলে ধরে। তারা আশা প্রকাশ
করে যে, জঙ্গল ছলিমপুরের ভূমিহীন ২৪ হাজার পরিবার বর্তমান সরকার প্রধানের দয়া ও অনুগ্রহে
স্থায়ী বন্দোবস্তী পাবে।
‘চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’ আরো জানায়, ছিন্নমূলে বসবাসকারী হতদরিদ্র ২৪ হাজার ভূমিহীন পরিবারের শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ছিন্নমূলে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নামে ৫০ শতক জমি এবং এসএম পাইলট প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতক জমি প্রতিকী মূল্যে বন্দোবস্ত প্রদান করেন।
- মা.ফা.
মন্তব্য করুন