চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

সমাপনী অনুষ্ঠানে মৈত্রী খেলাঘর আসর, সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন, জুনিয়র ব্লাড ফাউন্ডেশন, গাউসিয়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, মানব সেবাই হোক আমাদের অহংকার, এস.এস.সি ৮৫ চট্টগ্রাম ও এস.এস.সি ৯৪ চট্টগ্রাম অংশগ্রহন করে।

চিটাগাং উইম্যান চেম্বার বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ ডিসেম্বর ৩১, ০৩:০০ অপরাহ্ন
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।

মুক্তিযুদ্ধের বিজয় আমাদের বাঙ্গালী জাতির অহংকার। এই বিজয়ের গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর আমরা বিজয় উৎসব আয়োজন করে থাকি। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সব সময় দেশ ও জাতির গৌরবগাথাকে তুলে ধরতে চেষ্টা করে এবং ভবিষ্যতেও আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত ১৫ দিনব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

 

৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবস উদযাপন কমিটির চেয়ারপার্সন ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসীর সভাপতিত্বে নগরীর শেখ রাসেল শিশু পার্কের মুক্ত মঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

  

অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, আমরা এবছর ১৫ দিনব্যাপী বিজয় উৎসব আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এই মঞ্চে আমরা প্রতিবছর আমাদের কর্মকান্ড চালিয়ে যাব।

 

পরে সভাপতির বক্তব্যে বিজয় দিবস উদযাপন কমিটির চেয়ারপার্সন ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী বলেন, আমাদের নতুন প্রজন্ম যাতে আমাদের ঐতিহ্যকে সঠিকভাবে জানতে পারে এবং ভবিষ্যতে ধারন করতে পারে সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য ও বিজয় দিবস উযাপন কমিটির কো-চেয়ারপার্সন সিতারা রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য শিরিন আক্তার শিল্পী। এসময় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের মধ্যে মৈত্রী খেলাঘর আসর, সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন, জুনিয়র ব্লাড ফাউন্ডেশন, গাউসিয়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, মানব সেবাই হোক আমাদের অহংকার, এস.এস.সি ৮৫ চট্টগ্রাম ও এস.এস.সি ৯৪ চট্টগ্রাম অংশগ্রহন করে।

 

আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল মুক্তিযুদ্ধের গল্প বলা, চলচিত্র প্রদর্শনী, চিত্রাংকণ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, পিঠা উৎসব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা  বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন অপরাজিতা দাশ পূর্বা, ইকরা আলম ও অপরাজিতা দাশ। চিত্রাংকন প্রতিযোগিতা  বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন এস.এম মাহবুব আলম, তাসনিম জাহিন ইউনা ও শাহাজাদা ইফরাত। রচনা প্রতিযোগিতা  বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন মুনতাহা ইয়াসমিন, সামিহা জান্নাত আফরিন ও শাহাজাদা ইয়ামিন। রচনা প্রতিযোগিতা  বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন এস.এম মাহবুব আলম, রাইসা আল হিমিকা ও তাসনিম জাহিন ইউনা এবং পিঠা উৎসব প্রতিযোগিতায় যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন ক্রিয়েটিভিটি, দেশী কিচেন ও বিসমিল্লাহ্ পিঠা ঘর।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video