চট্টগ্রামে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত
হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। নগরীতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ২২
জুন শনিবার সকাল পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে
ভর্তি হয়েছেন। একই সাথে চট্টগ্রাম বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে দুইজন, খুলনা বিভাগে
তিনজন এবং বরিশাল বিভাগে আটজন ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে
ভর্তি রোগীর সংখ্যা মোট ৩ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু সংখ্যা ৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রেকর্ডে, দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে চিকিৎসাধীন ছিলেন ১৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৫ জন, ঢাকার বাইরে ছিলেন ৭৩ জন। গত জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ৫৫ জন এবং মৃত্যু হয় ১৪ জনের। এরপর ফেব্রুয়ারিতে ভর্তি ছিল ৩৩৯ জন ও মৃত্যু সংখ্যা ৩ জন।
- মা.ফা
মন্তব্য করুন