চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

শেখ রাসেল দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো শেখ রাসেল দিবস

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ১৯, ০১:১৪ অপরাহ্ন
শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত র‌্যালী।

আজকের শিশুরা শেখ রাসেলের আদর্শ ধারণ করে বড় হয়ে উঠবে। আমার প্রত্যাশা তারাই ২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলাকে প্রতিনিধিত্ব করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে একথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

 

১৮ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্ত্বরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং অন্যান্য সরকারি দপ্তরের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শিশুরা কেক কেটে শেখ রাসেল দিবস পালন করে। দিবসটি উপলক্ষে বিকালে একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। র‌্যালিটি নগরীর এম.এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গন থেকে শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরওয়ার কামাল, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেখ রাসেল দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video