পবিত্র রমজান
মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আজ ১৩ মার্চ বুধবার চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট
ফলমন্ডি ও রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না
থাকা ও ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ফলমন্ডির সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার
ও আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আলী জেনারেল স্টোর
নামক একটি দোকানে ২৮৫০ টাকায় খেজুর কিনে ৪১৫০ টাকায় খেজুর বিক্রয় করার অপরাধে তাকে
৩০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
দুপুরের পর রেয়াজুদ্দিন
বাজারের শেষ প্রান্তে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১’শ টন প্যাকেটজাত
খেজুরের মজুদ পাওয়া যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানীকারক
ও পাইকারি বিক্রেতা এ সকল খেজুর মজুদ করেছে। এসময় অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত আগামী ৭ দিনের মধ্যে এসকল খেজুর বাজারে ছেড়ে দেয়ার
নির্দেশ দেন। অন্যথায় এসকল খেজুর জব্দ করে নিলামে বিক্রয় করা হবে বলে তিনি জানান। অভিযানে
সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের ও কোতোয়ালি থানা পুলিশের
একটি দল।
এদিকে বিকেলে রেয়াজুদ্দিন বাজারের কাঁচাবাজার, মাংসের দোকান, বিভিন্ন ফল ও খেজুরের দোকানে মুল্য তালিকা না থাকা, নির্ধারিত মূল্যের অধিক মুল্যে পণ্য বিক্রি ও ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ২ জন ফল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা, ১ জন খেজুর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং ৩ জন গরুর মাংসের ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
- মা.ফা.
মন্তব্য করুন