চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

উদ্ধারকৃত সরকারী এ খাস জমির বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে একটি চক্র এ জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিলো। উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম নগরীতে ১৫ টি পুকুরসহ ১০০ একর সরকারী খাস জমি উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মে ২০, ০১:০২ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর সমুদ্র উপকূলবর্তী উত্তর কাট্টলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারী খাস জমি অবৈধ দখলকারীদের কাছ থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম নগরীর সমুদ্র উপকূলবর্তী উত্তর কাট্টলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারী খাস জমি অবৈধ দখলকারীদের কাছ থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সরকারী এ খাস জমির বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা।

 

১৮ মে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছোট-বড় প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

 

জানা যায় উত্তর কাট্টলী সমুদ্র উপকূলীয় এলাকায় একটি চক্র অনেক বছর ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে ভোগ করে আসছিলো। সম্প্রতি চট্টগ্রামের জেলা প্রশাসকের চোখে ধরা পড়ে বিশাল এ খাস জায়গার বেহাত হওয়া। পরক্ষণেই তিনি কাট্টলী সার্কেলের সহকারী কমিশনারকে সরকারী খাস জমিসহ পুকুরগুলো উদ্ধার করার জন্যে নির্দেশনা প্রদান করেন।

 

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজ অভিযানের মাধ্যমে দীর্ঘদিন বেহাত হয়ে যাওয়া প্রায় ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। একটি চক্র সরকারী এ জায়গাটি বহুবছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল।

 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সীতাকুন্ড এলাকায় প্রায় ১৯৪ একর সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ১৫ টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারী খাস জমি উদ্ধার করেছি। দীর্ঘদিন ধরে একটি চক্র এ জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিলো। আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সম্পূর্ণ জায়গাটি সরকারের দখলে নিয়ে এসেছি। পাশাপাশি চট্টগ্রাম মহানগর ও উপজেলার বেদখল হওয়া সরকারী খাস জমি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

জেলা প্রশাসক বলেন, মেরিন ড্রাইভের পাশে উদ্ধারকৃত জমিসহ প্রায় ৭৫০ একর জমি নিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট, সংরক্ষিত বন, সাইক্লিং ট্র্যাক, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ইত্যাদি গড়ে তোলা হবে। উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই নিষেধাজ্ঞাসহ ১০ টি সাইনবোর্ড টানানো হয়েছে। এরপরেও যদি অবৈধভাবে কেউ এ জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

অভিযানে জেলা প্রশাসনের কর্মচারীসহ সিএমপি সদস্য ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video