চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

ওয়েব এ্যাকসেসিবিলিটি ও টুলকিট বিষয়ক সচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ১৩, ০৫:৪১ অপরাহ্ন
ইপসার উদ্যোগে এবং হিউম্যানিটি ইনল্কুশন বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত ওয়েব এ্যাকসেসিবিলিটি ও টুলকিট বিষয়ক সচেতনতামূলক এ্যাডভোকেসি সভা।

দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

তথ্য-প্রযুক্তিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য ১৩ অক্টোবর সকালে ইপসার উদ্যোগে এবং হিউম্যানিটি ইনল্কুশন বাংলাদেশ-এর সহায়তায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত ওয়েব এ্যাকসেসিবিলিটি ও টুলকিট বিষয়ক সচেতনতামূলক এ্যাডভোকেসি সভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সরকারের সহযোগী সংগঠন হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য ইপসা অনেক দিন কাজ করে আসছে। সরকারের পক্ষ থেকে বাস্তবায়িত কাজসমূহ অনুমোদন করা গেলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা তথ্য প্রযুক্তিতে আরো বেশী সমৃদ্ধ হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক এম. নাসিরুল হক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, বাংলাদেশ মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. ফিরোজুল আলম এবং এটুআই-এর ন্যাশনাল কন্সালটেন্ট ভাস্কর ভট্টাচার্য্য।

আলোচনা সভায় প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ এবং ওয়েব এ্যাকসেসিবিলিটি ও টুলকিট বিষয়ে ধারনা প্রদান করেন ইপসার ওয়েব ম্যানেজার আবদুল্লাহ আল সাকির।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video