চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের উন্নয়ন অকল্পনীয়। করোনা মহামারীর সময়ও আমরা মাথাপিছু আয়ের সূচকে ইন্ডিয়াকে অতিক্রম করেছি। পাকিস্তানকে সামাজিক, অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে অনেক আগেই পেছনে ফেলেছি।

আসুন দেশকে বদলে দেয়ার জন্য স্বপ্ন দেখি - হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ মার্চ ০৫, ০৬:০৩ অপরাহ্ন
চট্টগ্রাম র‌্যাডিসন ব্লু’র মোহনা হলে চিটাগাং জুনিয়র চেম্বার (JIC) আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

যুব সমাজ হল দেশের শক্তি। আসুন দেশকে বদলে দেয়ার জন্য স্বপ্ন দেখি। পৃথিবীর উন্নত রাষ্ট্রের দিকে তাকালে বুঝবেন তারা কিভাবে তাদের দেশকে বদলে দিয়েছে। আজ নরওয়ে, জাপান, দক্ষিণ কোরিয়া এসব দেশের দিকে তাকিয়ে দেখুন তাদের একএকটা কোম্পানি দেশের জিডিপিকে কোথায় নিয়ে গেছে। আশা করি আপনারাও বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ, যুব সমাজই দেশ বদলের মূলমন্ত্র। চট্টগ্রামে Chain Handover Ceremony 2023 Junior Chamber International (JIC) Chittagong অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

৪ মার্চ শনিবার চট্টগ্রাম র‌্যাডিসন ব্লুর মোহনা হলে চিটাগাং জুনিয়র চেম্বারের (JIC) প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম খুবই ব্যস্ত নগরী এবং সমগ্র বাংলাদেশে এটা রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সুতরাং চিটাগাং জুনিয়র চেম্বার খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এ সংগঠন বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রমাগত উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রচুর মানুষের বসবাস। তারপরেও এদেশের খাদ্য উৎপাদনের হার খুবই ভালো। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় আমাদের দেশের এ উন্নয়ন অকল্পনীয়। করোনা মহামারীর সময়ও আমরা মাথাপিছু আয়ের সূচকে ইন্ডিয়াকে অতিক্রম করেছি। পাকিস্তানকে সামাজিক, অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে অনেক আগেই পেছনে ফেলেছি। ইচ্ছাশক্তি থাকলে কোনকিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। পৃথিবীর দিকে তাকালে বুঝতে পারবেন আজকে যারা ইতিহাস সৃষ্টি করেছে তাদের সামনেও বাধা ছিল। কিন্তু তারা সে বাধাকে অতিক্রম করেছে।

 

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video