মুসলিম উম্মাহ’র জন্য মহররম একটি গুরুত্বপূর্ণ মাস। পৃথিবীর ইতিহাসে এই মাসে রয়েছে নানা স্মরণীয় ঘটনা। এই মাসের ১০ তারিখ মহানবির দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। রাসুল পরিবারের এই আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চির স্মরণীয়। তাঁদের এই ত্যাগ ইসলামকে করেছে আরো সমুন্নত আরো উজ্জ্বল। ন্যায়-নীতি ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা। আর এই পবিত্র মাস মহররমকে যথাযথ মর্যাদার মাধ্যমে পালন করা সকলের দায়িত্ব। সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় মহররম মাসব্যাপী অনুষ্ঠিত শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
২৮ আগস্ট রবিবার সন্ধ্যায় উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ রোড সংলগ্ন এইচ.এম ভবন চত্বরে আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী দিবসে আলোচনা সভা, স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উদযাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, ইসলামের ইতিহাসে মহররম মাসে নানা ঘটনা ঘটলেও সর্বশেষ সংঘটিত কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাতই এ-মাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। ১০ মহররম হযরত ইমাম হোসাইন (রা.) কারবালায় এজিদের অন্যায়, অবিচারের বিরুদ্ধে ন্যায়-নীতি ও সত্যের জন্য লড়াই করে শাহাদাত বরণ করেছিলেন। ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন। ইসলামের সুমহান আদর্শকে সমুজ্জল রাখার জন্য তাঁর এ বিশাল আত্মত্যাগ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারবালার ঘটনার ফলে ইসলাম আরো পুনরুজ্জীবিত হয়েছে। শাহাদাত বরণের এক অনন্য দৃষ্টান্তের মধ্যেই নিহিত রয়েছে মহররমের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য।
সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (স.) শাহজাদায়ে গাউসুল আজম হযরত আলহাজ্ব শাহ সুফী মাওলানা সৈয়্যদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ) সাজ্জাদানশীন, গাউছিয়া রহমান মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম। বিশেষ ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম।
মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি বাকিবিল্লাহ আল আযহারী, সাজ্জাদানশীন কুমিল্লা জিঘাতলা দরবার শরীফ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসারা আরবী প্রভাষক ও পাঠানটুলি গায়েবী জামে মসজিদের খতিব মাওলানা মো. মঈন উদ্দিন আল কাদেরী (ম.জি.আ.), জামালখান সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. মুসা আল কাদেরী, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, প্রাক্তন পেশ ইমাম মাইজভান্ডার দরবার শরীফ জামে মসজিদ, মাওলানা বশির আহামদ আল কাদেরী, পেশ ইমাম মাইজভান্ডার দরবার শরীফ জামে মসজিদ, তাহের মনজুর সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, শিক্ষক মাওলানা মো. কামাল উদ্দিন, মাওলানা মো. রিয়াজ হোসাইন, মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।
- মা.সো
মন্তব্য করুন