অনুপ বিশ্বাস
রমা বিশ্বাস কান্ট্রি স্পিরিট শপ নামক মদের মহাল উচ্ছেদের দাবিতে চট্টগ্রামের পাথরঘাটায়
মাদক বিরোধী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভূক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে
এলাকাবাসীসহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপক সমাগম ঘটে।
২৮ জুন শুক্রবার দুপুরে ‘পাথরঘাটা মাদক বিরোধী সচেতন নাগরিক কমিটি ও এলাকাবাসী’ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন তরণী সেন। ওমর ফারুক ও এনামুল হক এনামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক এইচএম জিয়াউদ্দিন জিয়া, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবী দোভাষ, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী বাবুল, আলহাজ্ব আশফাক আহমেদ, আনিসুর রহমান ইমন ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইসমাইল বালি।
মানববন্ধনে বক্তারা
বলেন, প্রতিদিন বিকাল হলেই এলাকার মূল সড়কে চলাচলের রাস্তায় বসে অনুপ বিশ্বাসের জমজমাট
মদের হাট। এলাকায় চলাচলের পথে প্রতিনিয়ত মাদক সেবীদের ইভটিজিং-এর শিকার হচ্ছে স্কুল-কলেজ
পড়ুয়া ছাত্র-ছাত্রী, মা-বোনেরা। মদ্যপান করে বেহুশ অবস্থায় রাস্তার এপাশে ওপাশে
মানুষের ঘরের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে মাদকসেবীরা। অনুপ বিশ্বাসের কান্ট্রি
স্পিরিট নামের নিম্নমানের বিষাক্ত মদ খেয়ে এলাকার স্বল্পআয়ের খেটে খাওয়া অনেক মানুষ
লিভার সিরোসিসসহ নানারকম জটিল রোগে আক্রান্ত হয়েছে। সন্তানহারা হয়েছেন অনেক মা, অনেক
স্ত্রী তার স্বামী হারিয়ে বাচ্চাকাচ্চা নিয়ে পথে বসেছে। অনুপ বিশ্বাসকে অনেকবার বলেও
কোন প্রতিকার পায়নি এলাকাবাসী। বরং প্রতিবাদ করতে গিয়ে অনেকেই লাঞ্ছিত, রক্তাক্ত হয়েছে
অনুপ বিশ্বাসের পোষা গুন্ডাদের হাতে। চরম হতাশাগ্রস্থ হয়ে এলাকাবাসী আজ এ মানববন্ধনের
আয়োজন করেছে। অবিলম্বে অনুপ বিশ্বাসের এই মদের মহাল অন্যত্র সরিয়ে নেওয়ার জোর দাবী
জানায় তারা।
মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন ফিশারি ঘাট সাথিউল বাহার জামে মসজিদের খতিব, মালেক কোম্পানী, ব্যবসায়ী রফিক সওদাগর, ইসমাইল আজাদ, অধির দাশ, প্রদীপ সাধু, উত্তম দাস, মনির হোসেন, সুমন গুহ, মহানগর ছাত্রলীগ নেতা সায়েম, প্রদীপ দাস, রনধীর দাশ, সেবক লীগ নেতা রতন দাস, মিন্টু দাস, নিজ্জল দাস, কৃষ্ণ বাঁশি দাস, পলাশ দাশ, হরিলাল সর্দার, রানা দাস, মিন্টু দাস, সাগর দাস, সুব্রত আইচ, আশরাফুল ইসলাম মামুন, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ আজিজ, সুফি দিদার, কৃষক লীগ নেতা তাপস দাস, ছাত্রলীগ নেতা শুভ দাশ, বিজয় আইচ, অপু দাশ প্রমুখ।
- মা.ফা.
মন্তব্য করুন