চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নামে এক স্কুল পড়ুয়া কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২৪ এপ্রিল)দিবাগত রাতে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মো. সোলেমান এর কন্যা নিহত শ্রেয়া নগরের নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, মায়ের সঙ্গে অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে শ্রেয়া। পরবর্তীতে স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন