চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারালো আরো ২ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২৭, ০৫:৩৩ অপরাহ্ন
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ইনসেটে নিহত ১৭নং ক্যাম্পে আশ্রিত আয়াত উল্লাহ ও ইয়াছিন।

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী ইরানি পাহাড়ে ২৬ অক্টোবর বুধবার মধ্যরাতে ১৭নং ক্যাম্পের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতরা হলেন ১৭নং ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, বুধবার মধ্যরাতে ইরানি পাহাড়ে একদল অজ্ঞাতনামা ও অস্ত্রধারী সন্ত্রাসী দুজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ ইয়াছিন ঘটনাস্থলে মারা যান এবং গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকেও মৃত বলে ঘোষণা করেন।

 

তিনি আরো জানান, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।


- মা.ফা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video