চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

মিরসরাইয়ে ৬ গরুচোর আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ আগস্ট ১৯, ০৫:৪৬ অপরাহ্ন
মিরসরাই থানায় আটককৃত গরু চোর ও উদ্ধারকৃত অস্ত্র।

চট্টগ্রামের মিরসরাইয়ে গরু চুরি করে পালানোর সময় গরুসহ ৩ চোরকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় চোরাই গরু ও চোরদের কাছে থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট শুক্রবার মধ্যরাতে মিরসরাই থানার এসআই জাহিদুল ইসলাম আরমান সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘড়িয়া টোলার খন্তাকাটা ব্রীজের পাশ থেকে উক্ত গরু চোরদের আটক করে।

 

জানা যায়, মঘাদিয়া এলাকা থেকে ২টি গরু একটি পিকাপে করে সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটক করে। এসময় পিকাপের পেছনে থাকা কয়েকজন চোর পালিয়ে গেলেও চালক ও তার পাশে বসা চোরগুলোকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ এবং ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২টি দেশীয় গরু উদ্ধার করা হয়। পরে ধৃত চোরদের জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা অন্য চোরদেরকেও অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি পিকাপ (চট্ট মেট্টো ড, ১১-২৩২৮) জব্দ করা হয়।

 

শনিবার সকালে মিরসরাই থানা কার্যালয়ে মিরসরাই সার্কেল এএসপি মনিরুল ইসলাম প্রেস ব্রিফিং করে বলেন, মিরসরাই থানা এলাকা থেকে গরুসহ সঙ্গবদ্ধ একটি চোর চক্রকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে অস্ত্রও উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে চুরি এবং অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


- নাছির উদ্দিন/মিরসরাই

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video