চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অপরাধ

৯৪ বোতল বিদেশী মদ, ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিক-আপ সহ মাদক কারবারি মো. কফিল উদ্দিনকে আটক করে মিরসরাই থানা পুলিশ।

মিরসরাইয়ে বিদেশী মদসহ এক মাদক করাবারি আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ আগস্ট ১৩, ০৫:০৯ অপরাহ্ন
বিদেশী মদ ও গাঁজাসহ মিরসরাই থানা পুলিশের হাতে আটক মাদক কারবারি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযানে পাচারের সময় বিদেশী মদ ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি পিক-আপ জব্দ করা হয়। ১৩ আগস্ট রবিবার রাত ৩ টায় ঢাকা-চট্টগ্রম মহাসড়কের মিরসরাইয়ে নিজামপুর এলাকা থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়।

 

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই অজয় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধারের সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানাধীন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিক-আপ (ফেনী-ন-১১-০৭৭১) আটক করে। এসময় গাড়ী তল্লাশী করে চালকের জিম্মায় থাকা ৯৪ বোতল বিদেশী মদ ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য ৫ লক্ষ টাকা। এ ঘটনায় মাদক পরিবহণের দায়ে চালক ফেনী জেলার ফেনী থানার ১১ নং মৌটবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের মোল্লাবাড়ীর আমিনুল হকের ছেলে মো. কফিল উদ্দিনকে (২৫) আটক করা হয়।

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় বিদেশী মদসহ আমরা একজনকে আটক করি। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা (০৯) দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


- নাছির উদ্দিন, মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video