চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

নিহত যুবক ২০ মামলার অভিযুক্ত ছিলেন। খুনের অভিযোগ ১০ মামলার অভিযুক্তের বিরুদ্ধে।

মিরসরাইয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যুকবকে কুপিয়ে ও জবাই করে খুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ২০, ০৭:১২ অপরাহ্ন
খুন হওয়া যুবক শহীদুল ইসলাম আকাশ। দেড় বছরের নাতনিকে কোলে নিয়ে আকাশের মায়ের আহাজারী।

চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবককে তার ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে ও জবাই করে খুন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সোমবার উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারে রাত ৮টার সময় নিহতের মালিকানাধীন নাজমা টিম্বার এন্ড ফার্নিচারে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শহীদুল ইসলাম  আকাশ (২৮)। সে জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের পুত্র।

 

নিহতের বাবা নূর ইসলাম জানান, আকাশ সোমবার সন্ধায় চিনকিরহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিল। এসময় তার সাথে তার বন্ধু মোশারফও ছিল। সেসময় আমি পাশের দোকানে চা পান করার জন্য যাই। এর কিছুক্ষণ পর স্থানীয় ইসলামপুর গ্রামের মামুন ও ইকবালসহ আরো কয়েকজন দোকানের পেছন দিয়ে প্রবেশ করে ধারালো অস্ত্রদিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আমরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে রাত ৯ টার সময় সে মারা যায় । কি কারণে তাকে খুন করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের সাথে কারো শত্রুতা নাই। যারা খুন করেছে তারা ভাড়াটে খুনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। খুন হওয়া আকাশের দেড় বছরের একটা কন্যা সন্তান রয়েছে।

 

তবে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, খুন হওয়া আকাশ ও যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের উভয়ের মধ্য দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। নিহত আকাশ যুবলীগের কর্মী ছিলেন বলে জানান মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন জানান, খুন হওয়া আকাশের বিরুদ্ধে খুন, মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০ টি মামলা রয়েছে। সে কিছুদিন পূর্বে জামিনে এসেছে। নিহতের পরিবার এখনো থানায় লিখিত এজাহার জমা দেয়নি। এজাহার দিলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এও বলেন, নিহতের পরিবার মৌখিকভাবে যার বিরুদ্ধে খুনের অভিযোগ করছেন, তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে এবং সে গত কয়েকদিন পূর্বে জেল হাজত থেকে জামিনে এসেছ বলে জেনেছি।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video