চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

অভিযুক্ত জামালকে অবৈধ কারখানা পরিচালনা এবং ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে প্রসাধনী তৈরীর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মিরসরাইয়ে অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২০, ০৫:৪২ অপরাহ্ন
জব্দকৃত অবৈধ প্রসাধনী তৈরীর সরঞ্জাম ও তৈরীকৃত প্রসাধনীর সাথে অভিযুক্ত জামাল।

চট্টগ্রামের মিরসরাইয়ে সেলুনের প্রসাধনী তৈরীর অবৈধ কারখানায় অভিযান চালান মিরসরাই সার্কেল এএসপি লাবিব আব্দুল্লাহ। ২০ অক্টোবর দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈন উদ্দিন চৌধুরী পেট্রোল পাম্পের পেছনে শাহ মঞ্জিলের একটি কক্ষে অভিযান পরিচলান করা হয়। এসময় ওই কক্ষ থেকে সেলুনের প্রসাধনী তৈরীর বিভিন্ন সরঞ্জাম, তৈরীকৃত প্রসাধনী, যন্ত্রপাতি, প্রসাধনীর উপকরণ জব্দ করা হয়। এঘটনায় কারখানার মালিক চট্টগ্রাম শহরের হালিশহর এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের আক্তার সিদ্দিকির ছেলে মো. জামাল ছিদ্দিকিকে (৫৫) আটক করা হয়। সে ঘটনাস্থলে শাহ মঞ্জিলে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকে। বাসার ভেতর এই অবৈধ প্রসাধনী তৈরী করে স্থানীয় বিভিন্ন সেলুনে সরবরাহ করতো সে।

 

এদিকে অবৈধ কারখানায় অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি অবৈধ প্রসাধনীগুলো জব্দ করেন এবং সেগুলো জব্দ তালিকা করে সকলের উপস্থিতিতে ধ্বংস করে দেন। এসময় অভিযুক্ত জামালকে অবৈধ কারখানা পরিচলানা এবং ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে প্রসাধনী তৈরীর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত জামালকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তানন্তর করা হয়।

- নাছির উদ্দিন/ মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video