গত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারে ব্যবহৃত অবৈধ বিদেশী পিস্তলসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। ২৬ জুলাই চট্টগ্রামের মিরসরাই বাসষ্টান্ড এলাকা হতে ১টি বিদেশী পিস্তল এবং ১টি ম্যাগাজিন উদ্ধারসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ০১। মো. রিয়াজ উদ্দিন (৩০), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং-পূর্ব দূর্গাপুর, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, ২। আব্দুল কাদের (২৯), পিতা- মৃত খোরশেদ আলম, সাং- মধ্যম মগাদিয়া, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম এবং ৩। মো. রবিউল হোসেন (৩০), পিতা- মো. আবুল হাসেম, সাং- বড়কন্তা, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- সাহেবগ্রাম, থানা- মীরসরাই, জেলা-চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। গত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয় দেখানোর কাজে ব্যবহার ছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে তারা পিস্তলটি ব্যবহার করত।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
- অভ্র হোসাইন
মন্তব্য করুন