চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অপরাধ

বিদেশী পিস্তল ও দেশীয় ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ অক্টোবর ১০, ০১:৫২ অপরাহ্ন

ট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি দেশীয় প্রযুক্তিতে তৈরী ওয়ান শুটারগানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

 

৮ অক্টোবর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর আকবর শাহ থানাধীন বাদামতলা এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি ওয়ান শুটারগান উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামীর নাম মো. মানিক (৩৫), পিতা- আব্দুল কুদ্দুস, বিশ্ব কলোনী, আকবর শাহ্ থানা, চট্টগ্রাম।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করতো।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video