কক্সবাজার
জেলার উখিয়া থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ২,৩৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ
মূলহোতা ইয়াবা সম্রাট আলমগীর এবং তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গোপন
তথ্যের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী
ছড়া ব্রীজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়ক থেকে মাদক ব্যবসায়ী মো. আলমগীর (৩০) এবং
তার দুই সহযোগী নজরুল মিয়া (২৬) ও মুক্তার আহমেদ (৪২) কে আটক করে র্যাব-৭, চট্টগ্রাম।
আটকের পর আসামীরা ৩টি বস্তার ভিতর থেকে প্লাষ্টিক, রাবার ও পেপার দ্বারা মোড়ানো
অবস্থায় মোট ২,৩৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়, যার বাজার মূল
প্রায় ৭ কোটি টাকা।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো. আলমগীর জানায়, তার সাথে পার্শ্ববর্তী দেশ
মায়ানমারের বড় বড় ইয়াবা ব্যবসায়ীদের পরিচয়ের সূত্র ধরে ইয়াবা ব্যবসায় পুঁজি
বিনিয়োগ করে তার একটি সিন্ডিকেট তৈরি হয়। পরে তার সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে
উখিয়া থানাধীন পালংখালী ইউপির বালুখালী এলাকার কিছু রাস্তা ব্যবহার করে ইয়াবা
ট্যাবলেটের বড় চালান সে ও তার সহযোগীদের ঘর-বাড়ির মাটিতে গর্ত করে পুঁতে রেখে তা
ছোট ছোট চালান আকারে সরবরাহ করে আসছে। এই সরবরাহ কাজে আসামি নজরুল মিয়া ও
মুক্তারসহ তার সিন্ডিকেটের অন্যান্য আরো সদস্যরা সহযোগিতা করে থাকে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
- সংবাদ
বিজ্ঞপ্তি
মন্তব্য করুন